নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি। তাই তারা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে।
বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুগ্ম মহাসচিব বলেন, ভারত বলছে দেশে নাকি হিন্দুদের দমন-পীড়ন করা হচ্ছে। যা বানোয়াট ও ভিত্তিহীন। যদি তাই হতো, তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারত না। দেশের হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই সেটা উঠে এসেছে।
তিনি বলেন, আসলে দেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নাই। ভারতের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশের এই পরিবর্তন মেনে নিন, কারণ আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে, তাকে আপনারা সমর্থন করুন। শেখ হাসিনাকে আর প্রশ্রয় দেবেন না, এ দেশের মাটিতেই তার বিচার হবে।
যুগ্ম মহাসচিব আরও বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবারও হাতিয়ার তুলে নেব।