বিনোদন ডেস্ক
বাকি কেবল দুই দিন। এরপরেই নিজের ৩১ তম জন্মদিন পালন করতে চলেছেন উর্বশী রাউতেলা। তবে জন্মদিনের আগেই প্রি-সেলিব্রেশন, সেটাও আবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে। কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?
দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। গোলাপি বডিকন পোশাক পরে সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন উর্বশীও। মাঠের মধ্যে হঠাৎই তার জন্য হাজির বিশাল এক কেক। সেই কেকের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘জন্মদিনের এই সারপ্রাইজের জন্য অনেক ধন্যবাদ।’
ক্রিকেটের সঙ্গে উর্বশীর যোগ রয়েছে অনেক আগে থেকেই। ঋষভ পন্থের সঙ্গে তার প্রেমের গসিপ তো কারও অজানা নয়। তবে কি তিনিই এই কেক পাঠিয়েছেন অভিনেত্রীর জন্য?
এই প্রশ্নই যখন চারিদিক উত্তাল তখন কৌতূহল লাঘব করেছেন উর্বশী। নিজেই জানিয়েছেন, এই আয়োজন করেছেন স্টেডিয়াম কর্তৃপক্ষই। তাদের পক্ষ থেকেই কেক পাঠানো হয়েছে।
তবে কেক কেটেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে উর্বশীকে। কেন জানেন?
অনেকেরই দাবি উর্বশী এমন একজন অভিনেত্রী যিনি আত্মপ্রচারে বুঁদ হয়ে থাকেন। আর সেই কারণেই এই কেক নাকি তিনি নিজেই কিনে এনে ছবি পোস্ট করেছেন, এমনটাই দাবি তাদের।
যদিও এসব কটাক্ষ আপাতত গা লাগাচ্ছেন না অভিনেত্রী। এই মুহূর্তে তার ছবি ‘ডাকু মহারাজ’ নেটফ্লিক্সে নম্বর ওয়ানে ট্রেন্ড করছে। ছবিতে একটি আইটেম গানের জন্য নাকি এক কোটি টাকা নিয়েছেন অভিনেত্রী, জানা যাচ্ছে তেমনটাই।
প্রসঙ্গত, গত রোবাবার ভারত-পাকিস্তান ম্যাচে জয়লাভ করেছে রোহিত শর্মার দল।