নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বেলা ৩টা দিকে প্রায় তিনঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা আরিফুলের মরদেহ উদ্ধার করেন।
নিহত আরিফুল ইসলাম উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার আবদাল হোসেনের ছেলে। তিনি গরু ব্যবসায়ীর পাশাপাশি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ এলাকায় কৃষি কাজ করার সময় একটি পুকুরে মৃত মাছ ভাসতে দেখেন আরিফুল ইসলাম। পুকুরের মাঝখানে ভাসতে থাকা মৃত মাছটি তুলতে গেলে তিনি পুকুরে তলিয়ে যান।
জীবননগর ফায়ার ও সিভিল ডিফেন্স সুত্রে জানা যায়, ঘটনাস্থলে দুজন প্রত্যক্ষদর্শী তলিয়ে যেতে দেখে তারা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দীর্ঘ তিনঘণ্টা প্রচেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, আরিফুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বাড়িতে এসে গরুর ব্যবসায় পাশাপাশি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কৃষি কাজের সময় গ্রামের কানাপুকুরে মৃত মাছ ভাসতে দেখে সেটি তুলতে যান। পরে তিনি পুকুরের পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা খোজাখুজি করে পানির তলদেশ থেকে প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে জীবননগর থানা পুলিশের পরিদর্শক মামুন হোসেন বিশ্বাসের সরকারি নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।