নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে ভায়রা শেখ আজাদকে (২৬) হত্যার দায়ে বাচ্চু খান (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন। এ সময় আসামি বাচ্চু খান উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাচ্চু খান ফরিদপুর শহরের দুই নম্বর হাবেলি গোপালপুরের ডগ বস্তির বাসিন্দা। নিহত শেখ আজাদ বাচ্চু খানের ভায়রা।
আদালতের পেশকার আওলাদ হোসেন মামলার বিবরণ দিয়ে জানান, গত ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লুঙ্গি সেলাই না করায় বাচ্চু খানের সঙ্গে তার স্ত্রী আঁখি আক্তারের ঝগড়া হয়। এ সময় পাশের বাড়িতে বসবাসকারী তার ভায়রা শেখ আজাদ তাদের ঝগড়া ঠেকাতে এগিয়ে এলে বাচ্চু খান লোহার রড দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে আজাদ গুরুতর আহত হন। আজাদকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দিনই (২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি) নিহত আজাদের বাবা হারুন শেখ বাদী হয়ে বাচ্চু খানকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ওইদিনই এলাকাবাসী বাচ্চু খানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গত ২০১৭ সালের ২৩ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাচ্চু খানকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি দুলাল চন্দ্র সরকার বলেন, রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার পেয়েছে।
বিএসডি/আইপি