নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত— একভাগে ভিনদেশি দালাল, আরেক দিকে দেশপ্রেমিক জনতা। ভিনদেশি চক্র ১৫ বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১৫ বছর পূর্তিতে গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ইসকনকে দিয়ে বাংলাদেশ ধ্বংসের চেষ্টা প্রকাশ পেয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মধ্য দিয়ে। টঙ্গী ইজতেমা ময়দানে যারা ঘুমিয়ে থাকা নিরীহ মুসল্লিদের ওপর হামলা করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই হামলাকারীরা তাবলিগের সাথী নয়, তারা খুনি ও ভিনদেশি শক্তির অংশ। এই ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে দেশপ্রেমিক যুবকদের কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আমরা কোনো বাকশাল দেখতে চাই না। আমরা ছাত্র-জনতার অধিকার আদায় করতে চাই। জনগণের অধিকার নিশ্চিত করতে চাই। আন্দোলন ও সংগ্রামের জন্য যখন কোনো ভূখণ্ড তৈরি হয়ে যায়, তখন তা দমিয়ে রাখা যায় না।
মামুনুল হক বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। কিন্তু চব্বিশে স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে সেই বিভাজন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে।