আন্তর্জাতিক ডেস্ক
সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ।
ভিয়েতনাম খাদ্য অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সরকার থেকে সরকার (জিটুজি) কাঠামোর ভিত্তিতে এই চাল আমদানির চুক্তিটি হয়েছে। চালগুলো সরবরাহ করবে ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন (ভিনাফুড টু)।
বাংলাদেশ প্রতি টন চাল ৪৭৪ দশমিক ২৫ ডলারে কিনছে। যা আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। ভিয়েতনাম নিউজ দাবি করেছে, অন্যান্য দেশের তুলনায় তাদের চালের মান ভালো হওয়ায় দামও বেশি। সে হিসেবে প্রতি কেজি চালের দাম পড়বে ৫৭ টাকার একটু বেশি।
গত ২৮ জানুয়ারি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ‘পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি চাল আমদানির বিষয়টির অনুমোদন দেয়।
চালগুলো বাংলাদেশ সরকার ওপেন মার্কেট সেল (ওএমএস) আওতায় বিক্রি করবে। সেখানে প্রতি কেজি চালের দাম ধরা হবে ৩০ টাকা। সবমিলিয়ে দেশের ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ৯০৭ টন চাল বিক্রি করা হবে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। তা সত্ত্বেও বিপুল পরিমাণ চাল অন্য দেশ থেকে কিনতে হয়। ২০২৩ সালেও বাংলাদেশ দুই লাখ টন চাল আমদানি করেছিল। সেগুলো আনা হয়েছিল ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে।
সূত্র: ভিয়েতনাম নিউজ