স্পোর্টস ডেস্ক:
নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে এই মৌসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। মেমফিস ডিপে ও ফিলিপ কুটিনহোর শেষ মুহূর্তের দুই গোলে শনিবার লা লিগায় ভিয়ারিয়ালকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে কাতালান জায়ান্টরা।
এর আগে এবারের মৌসুমে প্রথম পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জয়হীন ছিল বার্সা। কিন্তু জাভি আসাতে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল স্প্যানিশ ক্লাবটি।
এ নিয়ে ৪১ বছর বয়সী সাবেক তারকা জাভির কল্যানে লা লিগার দুটি ম্যাচে জয়ে পেয়েছে বার্সা। এছাড়া সপ্তাহের মাঝামাঝিতে বেনফিকার সঙ্গে ন্যু ক্যাম্পে গোলশুন্য ড্র করেছে।
কালকের পুরো ম্যাচে নিজেদের মাাঠে বেশ কিছু ভাল সুযোগ নষ্ট করেছে ভিয়ারিয়াল। তবে ৮৮ মিনিটে রক্ষনভাগের ভুলে ডিপে বার্সাকে এগিয়ে দেবার সুযোগ পান। ইনজুরি টাইমে পেনাল্টি স্পট থেকে ব্যবধান বাড়িয়েছেন কুটিনহো। এর আগে প্রথমার্ধ শুন্য থাকার পর ফ্রেংকি ডি জংয়ের গোলে বিরতির পরপরই এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ভিয়ারিয়ালের হয়ে ৭৬ মিনিটে সমতা ফেরান স্যামুয়েল চুকওয়েইজি।
ম্যাচ শেষে জাভি বলেছেন, এই ম্যাচটিতে আমরা অপেক্ষাকৃত কম প্রাধান্য বিস্তার করে খেলেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জয়ী হয়েছি। এর আগে মঙ্গলবার আমাদের জয় পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা ড্র করে পয়েন্ট হারিয়েছি। আজকের ম্যাচের জয়টা সত্যিই জরুরী ছিল।
এই জয়ের পরেও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায় সাত পয়েন্ট পিছিয়ে ৭ম স্থানে রয়েছে কাতালানরা। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ।