নিজস্ব প্রতিবেদক,
পুরো ক্যারিয়ার জুড়েই আলোচিত-সমালোচিত কামরান আকমল। প্রায়ই কিপিংয়ে হাস্যকর ভুলের জন্য ট্রলের শিকার হয়েছেন তিনি। আবারও হলেরন ট্রলের শিকার, তবে এবার মাঠের বাইরের এক কাণ্ডের জন্য।
আজ ১৪ আগস্ট। পাকিস্তানে পালিত হচ্ছে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই শুভেচ্ছা দেশবাসীকে জানিয়েছিলেন পাকিস্তানি এই উইকেটরক্ষক। আর তাতেই তিন জন্ম দিয়েছেন হাস্যরসের।
আকমলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের কারণটা হচ্ছে, তার স্বাধীনতার বানান। ফেসবুক ও টুইটারে সেই শুভেচ্ছায় কামরানের পোস্ট করা ছবিটায় যে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা বানান লেখা ছিল, তা ছিল ভুল। আর তাতেই ফেসবুক ও টুইটার, দুই জায়গাতেই ট্রলের শিকার হন আকমল।
নেটিজেনদের হাত থেকে রক্ষা পাননি তার ভাই ওমর আকমলও। সেখানে টেনে আনা হয় অনেক আগে তার ভাইয়ের করা একটা টুইট। যেখানে আবদুল রাজ্জাকের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছিলেন ‘মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার’!
বিএসডি/আইপি