নিজস্ব প্রতিবেদক
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ছয় ঘণ্টা ধরে চালানো অভিযান শেষে রোববার অতিরিক্ত যাত্রীবোঝাই কাঠের একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান ও ফরাসি এনজিও জাহাজ সি-ওয়াচ ৩ এবং ওসেন ভাইকিং তিউনিসিয়ার জলসীমার ৬৮ কিলোমিটার দূর থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী সি ওয়াচ ৩ ১৪১ জনকে এবং ওসেন ভাইকিং বাকীদের উদ্ধার করে। এদের বাইরে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঠের নৌকাটি সাগরে নামানোর পর এর ইঞ্জিন অকার্যকর হয়ে যায়। এটি অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইতালি উপকূলে যাওয়ার চেষ্টা করছিল। অভিবাসন প্রত্যাশীদের অনেককে নৌকা থেকে লাফ দিয়ে সাতরে সি-ওয়াচ ৩ এর কাছে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
রয়টার্স জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশ মরক্কো, বাংলাদেশ, মিশর ও সিরিয়ার নাগরিক। তবে এদের মধ্যে বাংলাদেশের কত জন রয়েছে তা জানা যায়নি।
বিএসডি/এমএম