কিশোরগঞ্জের ভৈরব থেকে ২০০ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি পাজেরো গাড়ি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ২০০ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ সময় দুজনকে গ্রেফতার করে। তারা হলেন সিলেট জেলার জৈন্তিয়া থানার ফান্দু গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলমগীর (২৬) ও একই গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে আজির উদ্দিন (১৪)।
র্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান জানান, গ্রেফতার দুজন মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।
বিএসডি/ এফ এ