ফাতাহর মুখপাত্র বলেছেন, আজ ভোরে ইসরায়েলের সেনাবাহিনী নাবলুস শহরে প্রবেশের করে। এরপরই গুলি ছুড়তে শুরু করে। এরপরই ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধারা প্রতিহতের চেষ্টা করে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হতাহতের মধ্য একজন নিরস্ত্র মানুষ ছিলেন। রামাল্লায় ইসরায়েলের বাহিনীর গুলিতে আরও একজন মৃত্যুর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি বছরের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
বিএসডি/ আর এইচ