কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদেরকে ভ্যাকসিনের আওয়াতায় আনতে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে এক বিজ্ঞপ্তিতে।
সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যেসকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জাতীয় নির্বাচন কমিশনের
https://services.nidw.gov.bd/ new_voter লিঙ্কে এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে অনলাইনে পূরণকৃত ফরমটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে।
পিডিএফ ফরমটি প্রিন্ট করার পর প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে, তারা জাতীয় পরিচয়পত্রের একটি কপি সংযুক্ত করে নিজ নিজ বিভাগের বিভাগীয় প্রধানের ইমেইলে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ এবং নিজ নিজ বিভাগীয় প্রধানের কাছে ইমেইলের মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
বিএসডি/কুবি/হুমায়রা/তাওসিফ