আন্তর্জাতিক ডেস্ক:
ভ্যাকসিন বাধ্যতামূলক এবং জনসমাগমের ওপর কড়াকড়ি আরোপের প্রতিবাদে নেদারল্যান্ডসে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) রোটরডামে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিন সপ্তাহের লকডাউন দেয় দেশটির সরকার। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে ভ্যাকসিন পাশ নিয়ে চলাফেরা বাধ্যতামূলক করা হয়। নিষেধাজ্ঞা জারি করা হয় সব ধরণের জনসমাগমের ওপর।
কর্তৃপক্ষের এ ধরনের কড়াকড়ির প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। এসময় রাস্তায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হলে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। ছোঁড়া হয় টিয়ার গ্যাস এবং রাবার বুলেট। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
বিএসডি/এসএসএ