বিনোদন ডেস্ক:
চলতি বছরে চমক দেওয়া আন্তর্জাতিক তারকাদের তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম। সেই তালিকায় যুক্তরাজ্যের অভিনেতা তোহিব জিমোহ, কোরিয়ান-আমেরিকান অভিনেতা ডন লি, দক্ষিণ কোরিয়ার জং হো ইয়েন, ফ্রান্সের অভিনেত্রী মিলেনা স্মিথ, স্পেনের আলমুডেনা আমোরের মতো তারকাদের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের আজমেরী হক বাঁধনের নামও।
এ ছাড়া, চলতি বছর যে অভিনয়শিল্পীরা কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন, ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট ফিল্মিসিল্মি ডটকম তাদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানেও লেডি গাগা, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন বাঁধন। তালিকায় এই শিল্পীদের ‘গেম চেঞ্জিং’ তারকা বলা হয়েছে।
বিদেশের ২ তালিকায় হলিউড-বলিউড তারকাদের সঙ্গে নিজের নাম দেখে কেমন লাগছে—জানতে চাইলে বাঁধন আজ বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রেহানা মরিয়ম নূর সিনেমায় যা কিছু, তার সবটুকুর পেছনে অবদান আবদুল্লাহ মোহাম্মদ সাদের। সিনেমায় শুধু আমার সততা, পরিশ্রম বিনিয়োগ করেছি। রেহানার মতো একটি চরিত্র সাদ লিখেছে আর সেই চরিত্রের মাধ্যমে বিশ্বের মানুষ আমাকে চিনছে। পরপর ২ তালিকায় নিজের নাম দেখে ভীষণ অবাক হয়েছি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ তালিকা করা হয়েছে। অবশ্যই আমার জন্য এটা আনন্দের।’
বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি চলতি বছর ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে সাড়া ফেলেছিল। সিনেমাটি বিদেশি ভাষা বিভাগে অস্কারে জমা পড়েছিল। তবে ৯৪তম অস্কারের আসরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে এটি।
বিএসডি/এসএফ