নিজস্ব প্রতিবেদক
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনটি এ ঘটনাকে দেশের মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য ‘আশঙ্কাজনক’ বলেও মন্তব্য করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর চাপের কাছে নতিস্বীকার করে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে-যা স্বাধীন সাংস্কৃতিক চেতনার জন্য বিপদসংকেত।
তারা বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় যে প্রতিবাদী চরিত্র নিয়ে মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল, তাতে সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করেছিলেন সব শ্রেণি-পেশার মানুষ। এ শোভাযাত্রা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের অন্যতম প্রতীক হয়ে উঠেছিল, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অংশ নিয়েছে। কিন্তু বারবার মৌলবাদী শক্তির হুমকি এবং শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণমূলক আচরণ এ আয়োজনে বাধা সৃষ্টি করেছে।
বিবৃতিতে বলা হয়, বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলেও মঙ্গল শোভাযাত্রার প্রতিবাদী চরিত্র রুদ্ধ করার চেষ্টা হয়েছে। সে সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা বিষয়ে প্রতিবাদী ফেস্টুন বহনের অপরাধে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছিলেন।
তারা আরও বলেন, এবারের নববর্ষ উদ্যাপন হওয়ার কথা ছিল আরও প্রাণবন্ত, কিন্তু শুরু থেকেই চারুকলা অনুষদের শিক্ষার্থী-শিক্ষকদের স্বতন্ত্র আয়োজনের মধ্যে সরকার নগ্ন হস্তক্ষেপ করেছে। এর ফলেই আয়োজক ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ নাম পরিবর্তনের সিদ্ধান্ত সেই হস্তক্ষেপেরই অংশ এবং অন্তর্বর্তী সরকারের জনতুষ্টিকামী রাজনীতির প্রতিফলন।
বিবৃতিতে দাবি করা হয়, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আয়োজকদের অনতিবিলম্বে মঙ্গল শোভাযাত্রার মূল নাম পুনরুদ্ধার করতে হবে এবং সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।