বিনোদন ডেস্ক-
গত ১২ জুন, ঘরোয়া আয়োজনে বন্ধু ফারহানের সঙ্গে বাগদান সম্পন্ন করেন মডেল-অভিনেত্রী প্রসূন আজাদ। ঈদুল আজহার পরের দিন (২২ জুলাই) বিয়ের তারিখ ধার্য করা হয়। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শুরু হয় বিয়ের তোড়জোড়। ঈদের আগেই প্রসূনের বাসায় তৈরি করা হয় গায়েহলুদের মঞ্চ। কিন্তু ঈদের পরের দিন বিয়ে হয়নি এই অভিনেত্রীর।
কারণ ঈদের পরের দিন থেকে সরকারিভাবে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। প্রসূনের ভাষ্যমতে—‘আমার বাবা-মা দুজনই আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত। লকডাউনের নিয়ম ভেঙে তারা বিয়ের আয়োজন করতে চান না। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলছেন। যদি অনুমতি পান তাহলে দ্রুতই বিয়ে হবে।’
প্রসূন তার গায়েহলুদের জন্য তৈরি মঞ্চের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মঞ্চের সামনে রাখা সোফায় শোয়ে আছেন তিনি। আলোকজ্জ্বল এই মঞ্চের কাজ বন্ধুরা মিলেই করেছেন। তার ভাষায়—‘নিজেরাই ইলেকট্রিশিয়ান, নিজেরাই ইভেন্ট ম্যানেজার।’
হবু বর ফারহানের সঙ্গে প্রসূনের দীর্ঘদিনের পরিচয়। বাগদানের পর প্রসূন জানিয়েছিলেন ফারহান ধার্মিক ছেলে। এই অভিনেত্রেী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু। ফারহান খুবই সাদামাটা সাধারণ একজন মানুষ। নিয়মিত নামাজ পড়ে। সব দিক থেকেই আমার মনে হয়েছে এই লোকটার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়া যেতে পারে।’
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন। এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শক নন্দিত নাটক ও টেলিফিল্ম। এসআই খানের ‘অচেনা হৃদয়’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত ‘সর্বনাশা ইয়াবা’ চলচ্চিত্র।
প্রসূন সর্বশেষ একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তার হাতে বেশ কিছু সিনেমার কাজও রয়েছে। এর মধ্যে রাশিদ পলাশের ‘পদ্মাপুরান’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ উল্লেখযোগ্য।
বিএসডি/এমএম