পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা বিরোধের জেরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীকে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে নারীসহ আহত হয়েছেন চারজন।
আহতরা হলেন একই গ্রামের স্থানীয় বাসিন্দা মৃত্যু সন্তোষ ওঝার দুই পুত্র, চন্দ্র শেখর লিটু ওঝা, (৪৮) ও সুশিল ওঝা, (৫৫) নিপু রানী, (৩০) হাসি রানী, (৩৫)।
হামলাকারীরা হলেন, প্রতিবেশী মৃত্যু সুধীর ওঝার ছেলে ইউপি সদস্য বাদল ওঝা, সুভাষ ওঝার ছেলে সুমন ওঝা, সমর ওঝা, সজল ওঝা। বাদল ওঝার ছেলে চঞ্চল ওঝা। সুজন ওঝার ছেলে সুবির ওঝা, শংকর ওঝার ছেলে সজীব ওঝা।
অভিযোগ সুত্রে জানা যায়, মৃত সন্তেষ কুমার ওঝার ছেলে চন্দ্র শেখর লিটু দীর্ঘদিন যাবত তার বাবার পৈত্রিক সম্পত্তিতে বসতঘর তৈরি করে বসবাস করে আসছিল। অন্য দিকে প্রতিবেশী আন্ধারমানিক গ্রামের ইউপি সদস্য বাদল ওঝার গংদের সাথে চন্দ্র শেখর লিটুর সাথে দীর্ঘদিন যাবত জমি জমা নিয়া বিরোধ চলে আসছে। কিন্তু ইউপি সদস্য বাদল ওঝা গংরা গায়ের জোরে জমি পাওয়ার দাবীতে প্রতিনিয়ত চন্দ্র শেখর লিটু পরিবারের উপর বিভিন্ন সময় মারধোর করা সহ ভয়ভীতি হুমকি প্রদান করে আসছে। উক্ত ঘটনা নিয়ে ২৭/০১/২০২১ইং তারিখে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। বিরোধীয় জমি নিয়ে চন্দ্র শেখর পিরোজপুর জেলা আদালতে একটি দেওয়ানি মামলা করেন যাহার নং ১৩১/২১ উক্ত মামলার হাজির হওয়ার সমন পেয়ে আসামিরা ঘটনার দিন ১৬/০৯/২১ইং তারিখ ক্ষিপ্ত হয়ে চন্দ্র শেখর এর পাকেরঘর ও টয়লেট ভাংচুর করে ক্ষতি সাধন করে। এক পর্যায়ে তাদেরকে খুন যখম করার হুমকি দিয়ে চলে যায়।
এই ঘটনার ধারাবাহিকতা গত ২১ নভেম্বর রবিবার সকালে চন্দ্র শেখর লিটু বসত ঘরে পরিকল্পিত ভাবে ফ্লিম্ম স্টাইলে ইউপি সদস্য বাদল ওঝা সহ তার দলবল মিলে অতর্কিত ভাবে হামলা চালায় এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুত্ব জখম করে চন্দ্র শেখর লিটু কে এ সময় স্ত্রী নিপু রানী স্বামীকে বাঁচাতে আসলে তাকেও মার পিট করে এতে তাদের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি সহ চন্দ্র শেখর লিটুর স্ত্রীর উপরে পাটির একটি দাঁত ভেঙে যায় এবং তার হাতে থাকা একটি টার্চ মোবাইল, গলায় থাকা স্বর্নের চেইনও ঘরে থাকা জমিজমার কাগজপত্র সহ নগদ সত্তর হাজার টাকা নিয়ে যায়। এক পর্যায়ে চন্দ্র শেখর লিটুর পরিবার ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহত চন্দ্র শেখর লিটু জানান।