পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী সহ ২ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে।
ঘটনা সূত্রে জানাযায় পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. নুর আমীন এর ছেলে মো. মাসুম তার আমন ধানের জমি চাষাবাদ করার জন্য প্রতিবেশী মৃত্যু আঃ গফুর পঞ্চায়েত এর ছেলে রত্তন পঞ্চায়েত এর পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার জন্য চুক্তি করে। সে অনুযায়ী রতন পঞ্চায়েত তার পাওয়ার টিলার দিয়ে মাসুম এর জমি চাষ করেন। কিন্তু জমির চাষ ভালো না হওয়ায় মাসুম পুনরায় রত্তন কে জমি চাষ করতে বলেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় একপর্যায়ে রতন পঞ্চায়েত মাসুমের উপরে ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করলে উভয়ের মধ্যে পাল্টা সংঘর্ষ ঘটনা ঘটে। উল্লেখ্য রত্তন পঞ্চায়েত প্রথমে সংঘর্ষ শুরু করে ও আবার সে নিজেই এ ব্যাপারে বাদী হয়ে মঠবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. মাসুম(৪৫) ও তার দুই ছেলে মাইনুল(২০), অলি (১৮) এদের কে আসামী করে একটি মামলা দায়ের করেন যাহার সি.আর নং ৩৮৬/২০২১, উক্ত মামলায় গত ২৪ (অক্টোবর) তারিখে হাজিরার তারিখ ধার্য থাকায় জামিন আবেদন করার জন্য বাড়ি থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে রত্তন পঞ্চায়েত এর ছেলে সিদ্দিক পঞ্চায়েত ও স্থানীয় মালেক পঞ্চায়েত এর ছেলে মামুন পঞ্চায়েত একত্রিত হয়ে,পুনরায় মাসুম কে মারধর শুরু করে। তার চিৎকার শুনে স্ত্রী মরিওম বেগম দৌড়ে আসলে তাকে মারধর ও শীলতা হানী করেন। পরে এলাকাবাসী তাদের কে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে প্রতিপক্ষের কাছে সরজমিনে জানতে চাইলে তারা পূর্বের জমি চাষ করার সময় উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা স্বীকার করেন কিন্তু বর্তমান ২৪ (অক্টোবর) তারিখে কোন সংঘর্ষ হয়নি বলে জানান।
বিএসডি /আইপি