পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে গৃহ বঁধুকে পিটিয়ে পা ভেঙে দিলো ঘাতক স্বামী। এ ঘটনায় গৃহ বঁধুর স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতি আক্তার (১৬) বাদী হয়ে ১! মোঃ জামাল হোসেন (৪৫) পিতা মৃত কাশেম আলী হাং ২! জবেদা বেগম (৭৫) স্বামী মৃত কাশেম আলী হাং কে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায় উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মোঃ মজনু হাওলাদার এর মেয়ে হালিমা আক্তারের পাশ্ববর্তী কবুতর খালি গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে মোঃ জামাল এর সাথে প্রায় ২০ বছর পূর্বে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পরে তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান জন্ম নেয়। কয়েক বছর যেতে না যেতেই তাদের সংসার জীবনে শুরু হয় পারিবারিক কলহ। বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে হালিমার উপর অমানবিক অত্যাচর নির্যাতন শুরু করেন জামাল।
এ মারপিট নির্যাতনে বাঁধা দিতে গিয়ে দাম্পত্তির বড় মেয়ে জান্নাতি আক্তারের একটি হাত পিটিয়ে ভেঙে ফেলে পিতা জামাল। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আবারো দেখে মা হালিমার উপর চলছে ধারাবাহিক নির্যাতন। সম্প্রতি ৩০ জুন বৃহস্পতিবার দুপুরে জামাল হালিমার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবীতে দরজার লাট দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করলে হালিমার একটি পা ভেঙে যায় ও শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম হয়। হালিমার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএসডি/ এমআর