নিজস্ব প্রতিনিধি
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কালাই খান (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) নামে দুজন আহত হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালককে কালাইকে সকাল সাড়ে ছয়টায় মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইয়াসিন ও আরাফাত জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ঢাকা পোস্টকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত অটোরিকশা চালকের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামে। তিনি হাতেম খানের সন্তান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কালাই খানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বিএসডি/এমএম