বিশেষ প্রতিনিধি,
আমরা চাই মধ্যরজনী পরীমুক্ত থাকুন। সংস্কৃতির সুদিন ফিরে আসুক। আমরাও মন্ত্রীর সাথে এই আশাবাদ ব্যক্ত করছি। এভাবেই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
আজ শনিবার তিনি জাতীয় সংসদে ‘ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাষ্ট -২০২১ বিলের ওপর তার আনীত যাচাই- বাছাই আলোচনায় অংশ নিয়ে পীর ফজলুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, মাননীয় মন্ত্রী বলেছেন আমাদের সংস্কৃতির সুদিন আসবে। চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। সিনেমা হল আধুনিক হবে। যারা চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত ওই সব শিল্পীদের স্বার্থে এ বিল আনা হয়েছে।
তিনি আরও বলেন, এই বিলটি একটি মহৎ বিল নিঃসন্দেহে। আমরাও একে সমর্থন করি। তবে আমরা আশা করবো এ শিল্প আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। তবে আমরা আশা করবো মধ্যরজনী পরীমুক্ত হবে। আমাদের অনেক ভালো শিল্পী আছেন। তাদের কল্যাণে এই বিল কাজে আসবে।
শফিকুল/সাজ্জাদ/কাইয়ুম