বিনোদন ডেস্ক:
আগামী ঈদ উপলক্ষে তৈরি হয়েছে অনেক বিশেষ নাটক। তার মধ্যে অন্যতম একটি হলো ‘লাভ জার্নি’।
সেজান নুরের রচনায় এটি পরিচালনা করছেন দীপু হাজরা। আর নাটকটির কেন্দ্রয়ি দুটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও শবনম ফারিয়া। এটি ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় একুশে টিভিতে প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে- ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল নিয়ে শিক্ষাসফরে আসে কক্সবাজারে। শিক্ষকের নিয়ম-কানুন এতটাই কঠিন যে পুরো সফরটিই কেউ কোনো মজা করতে পারছে না। যেমন- ছেলেমেয়েদের একসঙ্গে ঘোরা যাবে না।
মেয়েরা তাকে ভাইয়া বলে ডাকতে হবে। ছেলেরা স্যার বলে সম্বোধন করবে। মেয়েদের শিক্ষাসফরে আলাদা লেসন দেওয়া ইত্যাদি। আর যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে। সবাই কিছুটা ভয়েও থাকে।
কিন্তু নিয়ম ভাঙে মাহিন। সে অন্যদের জাগ্রত করে তুলবার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেজুতিকে। অগত্যা তারা সুযোগ বুঝে দল থেকে পালায়। বেকায়দায় পড়ে যান গাইড কাম-শিক্ষক।
এদিকে সেজুতির বাবা ফোন করে সেজুতি কেমন আছে জানতে চান। শিক্ষকও তেমন কোনো সদুত্তর দিতে পারেন না। পুরো দলটিই ওদের খুঁজতে থাকে। মোবাইল সুইচ অফ। সেজুতির বাবাও অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি বেশ জটিল রূপ নেয়। সেজুতি মোবাইল অন করাতে বাবার স্ট্রোকের বিষয়টি জানতে পারে। দৌড়ে আসে তার দলের সামনে। এমন আরও ঘটনা নিয়ে এগোতে থাকে ঈদের বিশেষ নাটক লাভ জার্নি।
বিএসডি/ এমআর