নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোনো অফিসের দেয়ালে কিংবা কক্ষে আমার ছবি দেখতে চাই না। নিজেদের মধ্যে সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব হবে না।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ওয়াসা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শুরুতে প্রবেশের পথেই দরজায় আমার একটি ছবি দেখতে পেলাম। আগে যেখানে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল, এখন সেখানে আমার ছবি। তাহলে পরিবর্তনটা আসলে হলো কোথায়? এ বিষয়টি পরিহার করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন আসিফ মাহমুদ। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ছবি কিংবা প্রদর্শনী রাখাকে উৎসাহিত করেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ওয়াসার নাম শুনলেই মানুষ মনে করে দুর্নীতির আখড়া, এই বদনাম ঘুচিয়ে সবাই একসঙ্গে কাজ করে এবং দুর্নীতি মুক্ত করে গুড উইল বাড়াতে হবে। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, শ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানাচ্ছি।
আগামীর নতুন বাংলাদেশে ওয়াসাকে নতুনভাবে ঢেলে সাজাতে বলেন উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি আবার মৃত্যুর কারণ হয়, যদি দূষিত থাকে। নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির সরবরাহ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণের আগে ঢাকা ওয়াসা ভবনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারির শুভ উদ্বোধন করেন তিনি। ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ এবং ‘জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে’ প্রতিপাদ্য ধারণ করে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে ঢাকা ওয়াসাকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন সভার সভাপতি ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।