ক্রীড়া ডেস্ক:
স্কটিশদের বিপক্ষে নামার আগে আলোচনায় বাংলাদেশের ওপেনিং জুটি। মোহাম্মদ নাইম-লিটন দাস নাকি দুজনের কোনো একজন আর সৌম্য সরকার? আশা-ভরসার জয়গানে অধিনায়ক যা শোনালেন তা চমকে যাওয়ার মতই। ওপেনিংয়ে নাঈম-লিটনের জুটি এক প্রকার নিশ্চিত; তাহেল প্রস্তুতি ম্যাচে দারুণ করা সৌম্য কী বাদ পড়তে যাচ্ছেন? না, এই বাঁহাতি ব্যাটসম্যানকে দেখা যেতে পারে তিন নম্বরে সাকিব আল হাসানের জায়গায়। তবে তা সম্পূর্ণ নির্ভর করবে কম্বিনেশনের উপর।
‘সৌম্য দারুণ ব্যাটিং করছে। এই দুইটা ম্যাচে ব্যাটিং ভালো করেছে, বোলিংও খুব ভালো করেছে। টিম কম্বিনেশন কীভাবে সাজাচ্ছি এটার ওপর নির্ভর করছে। ওপেনিংয়ের বিবেচনায় সে আছে, অথবা তিন নম্বরেও দেখা যেতে পারে। কাল দেখতে পারবেন কম্বিনেশন কী হয়। তবে সম্ভবত আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশন নিয়েই আমরা নামব।’
ঘরের মাঠে স্লো উইকেটে বাংলাদেশ নাস্তানাবুদ করেছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে। ওমানে কেমন উইকেট আশা করছে দল? বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পিচ ওমানে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম সেই ম্যাচে ব্যাটসম্যান-বোলারদের সাথে যতটা আলাপ-আলোচনা করেছি, সবাই বলেছে পিচের কন্ডিশন ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আশা করি কন্ডিশন ওরকমই থাকবে।’
পাহাড়ের কোলঘেষা সবুজ গলিচায় ভালো শুরু করতে হলে স্কটিশদের হারাতেই হবে। এখন পর্যন্ত দুই দল একবার মুখোমুখি হয়েছে, আর তাতে জয় পেয়েছিল স্কটল্যান্ডই। মরুর বুকে নিরুত্তাপ এই মহাযজ্ঞে প্রাণ সঞ্চার করতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা।
বিশ্বকাপের আমেজহীন মাসকটে উত্তেজনার রেণু ছড়াতে পারেন ক্রিকেট পাগল প্রবাসীরা। সাকিব-মুশফিকদের চার-ছয়ের মারে কিংবা মোস্তাফিজ-নাসুমদের উইকেটে গ্যালারিতে মাতম তুলবেন তারা। মাহমুদউল্লাহর দল কি পারবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন গল্প রচিত করতে?
বিএসডি/এসএসএ