নিজস্ব প্রতিবেদক:
ফেসবুক লাইভে নিজের মাথায় পিস্তল তাক করে ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য বাদী হয়ে এ মামলা করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম। তিনি জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে আবু মহসিন খানের মরদেহ আজ দুপুরের দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুম জানিয়েছেন, তিনি যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যাবহার করে আত্মহনন করেছেন, মাত্র দুদিন আগেই তিনি সেটির লাইসেন্স নবায়ন করেছেন।
এর আগে গতকাল বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে আবু মহসিন খান আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তিনি মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।