নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই শুরু হয় কার্যক্রম। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
দ্বিতীয় ধাপের এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১৪ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে আগেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এখন নির্বাচনে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারন সদস্য পদে ৩৮৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১১৬টি কেন্দ্র থেকে মোট দুই লাখ ৪৫ হাজার ৮২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন শান্তিপূর্ণ করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি এবং ১১৬টি কেন্দ্রে পুলিশ রয়েছে ৮১৩ জন। এ ছাড়াও প্রতি ইউনিয়নে পুলিশের স্টাইকিং ফোর্স, আনসার সদস্যসহ ১২টি ইউনিয়নে এক হাজার ৯৭২জন সদস্য রয়েছেন। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে রয়েছে র্যা বের টহল টিমও।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াত জোটের ভোট ব্যাংক খ্যাত মহেশপুরের নেতাকর্মীরা নিরব অবস্থানে রয়েছেন।
বিএসডি/এসএইচ