নিজস্ব প্রতিবেদক
মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সেখান থেকে তারা ‘দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার, বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করা এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করার যৌক্তিক ৬ দফা দাবি জানিয়েছে। তাই সরকারের দায়িত্ব এসব যৌক্তিক দাবি পূরণে আন্তরিক ভূমিকা পালন করা। শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবিতে বরাবরের মতোই জামায়াতের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াত সবার আগে, সবখানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়াবে। জামায়াতে ইসলামী বরাবরই দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সংস্কার ও সমাজ সেবার কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমির তাৎক্ষণিক দলীয় নেতাকর্মীদের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। সেই নির্দেশে নেতাকর্মীরা এবং জামায়াতে ইসলামী কর্তৃক পরিচালিত বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা মাইলস্টোনে ছুটে যান।
তিনি বলেন, আগত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া, রক্ত দেওয়ার মানবিক কাজ করেছে। জামায়াতে ইসলামীর নিজস্ব অ্যাম্বুলেন্স আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার জন্য ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে।
বুলবুল বলেন, জামায়াতের আমির সেখানে আহত-নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের সান্ত্বনা ও সাহস দেওয়ার জন্য এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে ছুটে গিয়েছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে সেখানে গিয়ে ডাক্তারদেরও বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
নিন্দুকদের সমালোচনায় জামায়াতের সামাজিক ও মানবিক সেবা বন্ধ হবে না উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, তারা যতবেশি নিন্দা আর সমালোচনা করবে, জামায়াতে ইসলামী ততবেশি সামাজিক কার্যক্রম জোরালো করবে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় মহানগর হলরুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানপূর্বক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন।