আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গুয়াহাটি চিড়িয়াখানার মাচায় গলা আটকে মারা গেল একটি মাদী জিরাফ।
চিড়িয়াখানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জিরাফদের খাঁচায় ঘাস খেতে দেওয়া হয়েছিল। ঘাস খাওয়ার সময় রঙিলী নামের ওই মাদী জিরাফটির মাথা ও গলা কোনও ভাবে মাচার কাঠামোতে আটকে গিয়েছিল।
গলা বের করতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে চার বছর বয়সি জিরাফটি মারা যায়। শুক্রবার এটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আট বছর গুয়াহাটি চিড়িয়াখানা জিরাফহীন ছিল।
২০১৯-২০২০ সালে তিনটি জিরাফ গুয়াহাটি চিড়িয়াখানায় আনা হয়েছিল। একটি পুরুষ জিরাফ আগেই মারা গেছে। বৃহস্পতিবার রাতে মারা গেল একমাত্র মাদী জিরাফটি। এখন কুলানন্দ নামে একটি মাত্র পুরুষ জিরাফি আছে চিড়িয়াখানায়।
চিড়িয়াখানার ডিএফও অশ্বিনী কুমার জানান, গলা আটকে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার ঘটনাটি তদন্ত হচ্ছে।
বিএসডি/ এলএল