স্পোর্টস ডেস্ক
অভিষিক্ত মাইকেল নেসার তখন বল নিয়ে এগিয়ে আসছেন, ব্যাট হাতে অপেক্ষায় ছিলেন দাভিদ মালান। তখনই ঘটল ঘটনাটা।
অ্যাডিলেডের আকাশ যেন ফেটে চৌচিরই হয়ে গেল। বিকট শব্দে বজ্রপাত হলো কাছেরই কোথাও। ঘটনার আকস্মিকতা ছুঁয়ে গেল দুই দলের খেলোয়াড়দেরই। তবে এরপরই দ্রুত মাঠ ছাড়ল দুই দল।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা আগেই ছিল শেষের দিকে। এই ঘটনার মিনিট বিশেক পরই দিনের খেলা স্থগিত করে দেওয়া হয়।
আজ শুক্রবার দ্বিতীয় দিন যে সময় নষ্ট হলো, তা পুষিয়ে নেওয়া হবে কাল। তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট আগে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১০টা ১০ মিনিটে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
তবে দিনের খেলা যতদূরই গড়িয়েছে, সফরকারীদের হতাশার পাল্লাটা ভারীই হয়েছে কেবল। আগের দিন শেষে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকা মার্নাস লাবুশেন আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে ফিরে গেছেন এর কিছু পরেই।
লাবুশেনের সঙ্গী হিসেবে ছিলেন যিনি, সেই স্টিভেন স্মিথ অবশ্য ঠিকই লড়াই চালিয়ে গেছেন। অজিদের রানটা ২ উইকেটে ২২১ রান থেকে ৫০০ ছোঁয়ার কাছাকাছি গেছে সে কারণেই। সেঞ্চুরি পাননি, থেমেছেন ৭ রান দূরে, তবে স্মিথের ৯৩ অজিদের দিয়েছে বড় রানের দিশা। সঙ্গে অ্যালেক্স ক্যারির ফিফটি, মিচেল স্টার্ক আর নেসারের ত্রিশোর্ধ্ব দুটো ইনিংস অজিদের দিয়েছে ৪৭৩ রানের বড় এক পুঁজি। এই রানেই নবম উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক স্মিথ।
জবাবে ইংল্যান্ডের সময়টা ভালো কাটেনি মোটেও। খেলেছে মোটে ৫৮ বল, তাতেই হারিয়ে বসেছে দুই ওপেনারকে। প্রথম টেস্টে দুঃস্বপ্নের এক সময় পার করা রোরি বার্নস এদিনও ব্যর্থ। ইনিংসের তৃতীয় ওভারে তাকে স্মিথের তালুবন্দি করে সাজঘরে পাঠিয়েছেন স্টার্ক। এর কিছু পর নেসারের শিকার বনে হাসিব হামিদও ফেরেন দলকে বিপদে ফেলে।
বজ্রপাতের ঘটনাটা ঘটে এরপর। নতুন বলে অজিদের ঝড়টা থেমেছে তাতে। তবে কাল সকালে আবারও তার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ এখন ইংলিশদের সামনে।
এসএ