নিজস্ব প্রতিবেদক
শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কসহ সব মাঠ, পার্ক-ক্লাবের জায়গা দখলমুক্ত করার দাবিতে ফুটবল, ক্রিকেট খেলার উপকরণ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেবে পরিবেশবাদী ২৩টি সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৮ ডিসেম্বর) ২৩টি পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কসহ সব মাঠ, পার্ক-ক্লাবের জায়গা দখলমুক্ত করার দাবিতে গুলশান-২ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিকেল সাড়ে ৩টায় অবস্থান নেবেন তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের মাঠগুলো বিভিন্ন ক্লাবের নামে দখল হয়ে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিগত মেয়র আইন ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের মাঠসহ পাঁচটি মাঠ বিভিন্ন প্রতিষ্ঠানকে অপারেট হিসেবে নিয়োগ দেন। শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের অপারেট গুলশান ইয়ুথ ক্লাব মাস্টার প্ল্যান ভঙ্গ করে অবকাঠামো তৈরি করেছে। তারা নানাভাবে সাধারণ নাগরিকদের প্রবেশ বন্ধ করেছে, বাণিজ্যিকভাবে স্থানটি ব্যবহার করছে।
তারা বলেন, ভাড়া বা কোচিংয়ের ছাত্র ছাড়া এ মাঠে খেলতে দেওয়া হয় না। পাবলিক মাঠে সকল স্থানে বোর্ড টানিয়ে ক্লাবের সম্পদে পরিণত করেছে। গুলশান ইয়ুথ ক্লাবের এ ধরনের কাজ অন্য ক্লাবগুলোকে দখলে উৎসাহী করছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সভা, চিঠি দেওয়াসহ নানা কাজ ইতোমধ্যে করা হয়েছে। কিন্তু গুলশান ইয়ুথ ক্লাবের দখল আর নাগরিক অধিকার হরণ আরও বৃদ্ধি পেয়েছে।
কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চোখের সামনে একটি ক্লাব রাষ্ট্রের নাগরিকদের অধিকার হরণ, আদালতের নির্দেশনা অমান্য, আইন লঙ্ঘন করে আসছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এ অবস্থায় আইন ও আদালতের নির্দেশনা অনুসারে পার্কটি থেকে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করে নাগরিকদের জন্য উন্মুক্ত করার দাবিতে পরিবেশবাদী ২৩টি সংগঠন এবং স্থানীয় জনগণ একটি মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করছে। আমরা ফুটবল, ক্রিকেট খেলার উপকরণ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেব।