নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগে পদ দেওয়ার আগে পদপ্রত্যাশীদের বিষয়ে তদন্ত হবে। মাদকমুক্তরাই পদ পাবেন। মাদক সেবনকারীদের ছাত্রলীগ ও যুবলীগে কোনো স্থান হবে না।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে ২১ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। শুধু তাই নয় মিথ্যা ইতিহাসও বানানো হয়েছে। যারা ভ্রান্ত রাজনীতি করেন, ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড টাঙিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, গণহত্যাকারী অপশক্তির সঙ্গে সরকার গঠন করে, তারা কোনোদিন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতে পারে না। মনে রাখবেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীরাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপিত হবে।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র প্রধানরা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। এই স্বীকৃত বিষয়টিকে এখনো যারা মিথ্যা করে বেড়াচ্ছেন, তারাও ইতিহাসে একদিন আস্তাকুড়ে যাবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও আমির হোসেন আমুর মেয়ে ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি।
প্রসঙ্গত, করোনাকালের টানা ২০ মাস পরে মঙ্গলবার ঝালকাঠি আসেন ক্ষমতাশীন দলের বর্ষীয়ান এই নেতা।