নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার ও পরিবেশ রক্ষা করেই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তির মতো আমরা অমানবিক ও নির্দয় হতে পারিনি। কারণ, মানবাধিকারের জন্যই জুলাই-আগস্টে আন্দোলন ও অভ্যুত্থান হয়েছে।’
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও মানুষ এখনও পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছে না– এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘যেসব দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা মনে করি, কিছু লোক ভয়ের কারণে করেছে। কিছু পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।’