মানুষের খাবার ও কর্মসংস্থান নিশ্চিত করে ‘শাটডাউন’ দেওয়ার পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না এ দাবি জানান।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকার দেশে শাটডাউন করার পরিকল্পনা করছে। অথচ দেশের ছয় কোটি মানুষের কর্মসংস্থান নেই। আগে ১০ কোটি মানুষের ৬ মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে।
মান্না আরও বলেন, সরকার টিকা নিয়ে বড় বড় কথা বলছে। অথচ সরকারের হাতে টিকা নেই। যখন চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকার পরীক্ষা চালাতে চাইল, তখন সরকার তাতে রাজি হলো না। সরকার কিসের জন্য রাজি হয়নি, তা সবাই জানে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রসঙ্গে ডাকসুর সাবেক এই সহসভাপতি বলেন, শিক্ষার্থীরা এখন বিপথগামী। তাঁরা মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকেরা চিন্তিত। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নাম নেই। শিক্ষামন্ত্রী বলছেন, তাঁর কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই।
মান্নার ভাষ্য, শিক্ষার্থীরা অনলাইনে চুরি করে পরীক্ষা দিচ্ছেন। তাঁরা যত চুরির পদ্ধতি জানেন, বিশ্বের আর কোনো দেশের শিক্ষার্থীরা তা জানেন না। আর এটা শিখবেনই না কেন, শিক্ষকেরাই যে চুরি করেন
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, মানুষ এখন মনে করে, এই সরকার গেলেই হয়। কোন সরকার আসবে, তা দেখার বিষয় নয়। শুধু এ সরকার চলে যাক। মানুষ চায় ভালো সরকার।
মান্না বলেন, এ মুহূর্তে বলতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। টিকা দেওয়ার ব্যবস্থা করুন। দুর্নীতি বন্ধ করুন। আর সরকার বদলাতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, বৈষম্যের বিরুদ্ধে সবাইকে একই সঙ্গে লড়তে হবে। তবে তা একই প্ল্যাটফর্মে হতে হবে, এমন কোনো কথা নেই। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকতে পারে। মানুষকে জাগাতে হবে।
আলোচনা সভার আয়োজন করে সোনার বাংলা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা–স্মরণ সভার আয়োজন করা হয়, যার শিরোনাম ‘ভোটাধিকার ও রাজনৈতিক দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন’। সভায় সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি আবদুন নূর। বক্তব্য রাখেন বাংলাদেশের জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।