দিবসের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমার সন্ধাটাই,
আজ এক মানুষ দিবস চাই,মানুষ দিবস চাই ।
পরিবেশ আছে খাদ্য আছে দিবস ছিনেমায়,
আজ এক মানুষ দিবস চাই, মানুষ দিবস চাই।
মানুষ আজিকে হয়েছে নেতা মানুষের চেহারায়,
শিল্পী, বনিক, আলমা, উকিল কত শত ঠিকানায়।
সাজতে গিয়ে নব নব রুপ মানুষ হারায় স্বত্বা,
হয়তো তাতে বাঁচে উকিল মানুষ যে হয় হত্যা।
ধর্ম এবং রাস্ট্র যখন দাড়াই পরস্পর,
মানুষ মরে দিন শেষে পোড়ে মানুষের ঘর।
পোড়ে মন্দির পোড়ে কি কৃষ্ণ টেনে ছেড়ো কেন দাড়ি,
আজি রাষ্ট্র বল ধর্ম বল সবি দিয়েছে মানুষেরে ছাড়ি।
মানুষের আছে বাঁচার অধিকার আজও তা ভুলি নাই,
বাচাতে মানুষ আজ মানুষ দিবস চাই, মানুষ দিবস চাই।
এই দিবসে মানুষের ভালোবাসবে সবাই পরম মমতাই,
মদি বল আর হেফাজত লাল রঙের মানব রক্ত বয়।
হাট হাজারির শহীদ কে সে পুলিশও আমার ভাই,
বিপন্ন এই মানবতা বাঁচাতে আজ মানুষ দিবস চাই।
আওয়ামী বিএনপি জামাত হেফাজত কিম্বা সে বাম,
গৌতম, জিউস ইসা,দাউদ, মুছা, মানক, কৃষ্ণ রাম।
লাল রক্তে গ্রুপ লেখা আছে জাত পাতি ভেদ নাই,
আজ মানুষ দিবস চাই গো মানুষ , মানুষ দিবস চাই।
গরীব মায়ের অবুঝ শিশু পেয়ে পেয়ে কুরআনের বানী,
বিশ্ব মানবতার দিশারি আর্দশে চালাবে এ দেশ জানি।
তাদের কোমল মনেতে দিলে বিষ বাষ্প ভাই,
বিশ্ব নবীর শান্তির বানী ভরে দিলে কালিমায়।
বুঝিনাতো কি চাও, মদি নাকি গদি,সবকিছু পাওয়া হবে মানুষ হও যদি।
আবার তোরা মানুষ হবি আছি প্রতিক্ষায়
আজ এক মানুষ দিবস চাই, মানুষ দিবস চাই।
সবার উপর মানুষ সত্যি তাহার উপর নাই,
চণ্ডিদাসের অমর বানী মদি বেটা বোজে নাই।
কিন্তু আমরা পেয়েছি কালাম নবীর দেখানো পথ,
তোমার বানীরে করিনি গ্রহণ ক্ষমা কর হয়রত।
চেয়েছিল ক্ষমা বিদ্রোহী কবি তার অমর কবিতাই,
শোন হেফাজত শোন রাস্ট্র ধরি সকালের পাই
বাঁচাতে বাংলা কিম্বা ধর্ম, মানুষ দিবস চাই।
আজ এক মানুষ দিবস চাই!
লেখা- সামছুল আলম সাদ্দাম
লেখক ও সাংবাদিক
বিএসডি/এমএম