মাভাবিপ্রবি প্রতিনিধি :
“থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত”
এই স্লোগানকে সামনে রেখে মাভাবিপ্রবির সেচ্ছাসেবী সংগঠন সিআরসি (কাম ফর রোড চাইল্ড) এর উদ্যোগে, সুবিধা বঞ্চিত শীতার্ত শিশুদের এবং বয়স্কদের শীতবস্ত্র বিতরন ও বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ জানুয়ারি) বেলা ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মুজিব ম্যুরাল প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণকর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিআরসির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন সিআরসি ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক, মানবতার কাজে নিয়োজিত সিআরসি সেচ্ছাসেবকগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সরকারি সা’দত কলেজ থেকে আগত সিআরসির শুভাকাঙ্ক্ষীগণ।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পর ৪ টা ৩০ মিনিটে ক্লাবের সিপিএস গ্যালারিতে বার্ষিক কর্মশালা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিএসডি /রিতু/আইপি