মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১২ ডিসেম্বর মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর মাজারে সকাল ১০.৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান । এরপর বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে নানা কর্মসূচি পালন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেলা ১২টায় ঐতিহাসিক দরবার হলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কৃষক, শ্রমিক, জনতার জন্য নিবেদিত প্রাণ মাওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। জীবনের সবটুকু সময় ও শ্রম বিলিয়ে দিয়েছেন খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে এই কিংবদন্তি মুকুটহীন সম্রাট।
বিএসডি/জেজে