৯৪ বছর বয়সে মারা গেলেন অস্ট্রিয়ার প্রকৌশলী ও গ্লোক হ্যান্ডগানের উদ্ভাবক গ্যাস্টন গ্লোক।
এক বিবৃতিতে গ্লোক কোম্পানি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠাতা বেঁচে থাকবেন তার কাজে।
এই হস্তচালিত বন্দুক নিরাপত্ত বাহিনী, সশস্ত্র বাহিনী ছাড়াও কুখ্যাত অপরাধীরাও ব্যবহার করে থাকে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
তার এই বন্দুক কাহিনী নিয়ে হলিউডে বৈজ্ঞানিক কল্পকাহিনীর সিনেমাও বানিয়েছে।
নব্বইর দশকে তাকে একবার ব্যবসায়িক সহযোগী হত্যার চেষ্টাও করেছিল। সেসময় একজন পেশাদার রেসলার তাকে সাতবার আঘাত করেছিল। তবে সে যাত্রা তিনি বেঁচে যান। যদিও তিনি থাকতেন জনচক্ষুর আড়ালে।
১৯২৯ সালে জন্মেছিলেন গ্লোক। ভিয়েনার একটি কলেজে তিনি পড়েন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।
বিএসডি/ এফ এ