বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল কেকে নামে পরিচিত এই প্লেব্যাক শিল্পীর। মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এ শিল্পী।
আকস্মিক মৃত্যুর কারণ জানতে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিল্পীর মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান কিশোর কুমারের পূত্রবধু রিমা গাঙ্গুলী। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতের সংগীত জগতে শোকের ছায়া নেমে আসে । সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইল।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর কলকাতার একটি পাঁচতারকা হোটেলে গিয়েছিলেন তিনি। সেই সময় ভক্তরা শিল্পীকে ছবি তোলার অনুরোধ জানান। তখনই অসুস্থ বোধ করেন। অসুস্থতা বাড়তেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আগামীকাল কৃষ্ণকুমার কুনাথের আরো একটি শো করার কথা ছিল। তার বয়স হয়েছিল ৫৪ বছর। বলিউড সিনেমায় যারা সি দিলমে দে জাগা তু, তুহি মেরি সব হে, কেয়া মুঝে পেয়ারি হে, তু ঝো মিলা, জিন্দেগি দো পালকিসহ বহু জনপ্রিয় গান গেয়েছেন এই গায়ক। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি, বাংলা এবং গুজরাটি ভাষার চলচ্চিত্রে গান গেয়েছেন কৃষ্ণকুমার কুনাথ।
২০১৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে কেকেও বাংলাদেশে আসেন।
বিএসডি/ এমআর