ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী শহর মারিউপোলের রুশ সেনাদের বোমাবর্ষণের ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে শহরটির কর্মকর্তারা। তাদের আশঙ্কা, কয়েক ঘণ্টার টানা বোমাবর্ষণে বিপুল সংখ্যক মানুষ মারা যেতে পারে। খবর বিবিসি।
মারিউপোলের ডেপুটি মেয়র সার্গেই অরলভ জানান, নদীতীরবর্তী জেলাটিতে তার বাবাসহ প্রায় এক লাখ ৩০ হাজার লোকের বাড়ি ‘প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে’।
তিনি বিবিসিকে ফোনে বলেন, আমরা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারব না, তবে আমাদের বিশ্বাস অন্তত কয়েকশ’ লোক নিহত হয়েছেন। আমরা মরদেহগুলো উদ্ধারেও যেতে পারছি না। রুশ সেনারা কামান, বেশ কয়েটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ ব্যবস্থা, উড়োজাহাজ, ট্যাকটিকাল রকেটসহ সব ধরনের অস্ত্র নিয়ে কাজ করছে। তারা শহরটিকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে।
রুশ সেনারা শহরের চারদিক থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে বলে অরলভ জানান। তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা শহরটিকে রক্ষা করতে বীরবিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু রুশ সেনাদের আচরণ দস্যুদের মতো। তারা তাদের সেনাদের নিয়ে যুদ্ধ করে না, তারা সম্পূর্ণ জেলাকেই ধ্বংস করতে চায়।
বিএসডি/ এফএস