আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বৌরলা বলেছেন, ওমিক্রনকে প্রতিরোধ করতে পারে এমন ভ্যাকসিন তৈরির কাজ শেষ, বর্তমানে যা উৎপাদনে রয়েছে। মার্চেই বাজারে আসবে এই নতুন ভ্যাকসিন।
মার্কিন একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বৌরলা বলেন, মার্চেই এই ভ্যাকসিন বাজারে চলে আসবে। আমরা এরই মধ্যে উৎপাদন শুরু করেছি। বৌরলা আরো বলেন, শুধু ওমিক্রন নয়, করোনার অন্য ভেরিয়েন্টগুলোর বিরুদ্ধেও লড়াই করতে পারবে নতুন এই ভ্যাকসিনটি।
তিনি বলেন, আশা করা যাচ্ছে আমরা সংক্রমণ থেকে রক্ষা পেতে বেশ ভালো কিছু করতে যাচ্ছি। কারণ দিন শেষে ভয়াবহ অতিমারির কবলে পড়ে কেউ হাসপাতে যেতে চাই না।
যুক্তরাজ্যের রিয়েল-ওয়ার্ল্ড ডাটা অবশ্য বলছে ফাইজার এবং মর্ডানার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ২০ সপ্তাহ বা ৫ মাস পর তা ওমিক্রন সংক্রমণ রোধে মাত্র ১০ শতাংশই কার্যকর থাকবে। তবে বুস্টার ডোজ এইক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত সংক্রমণ রোধ করতে সক্ষম।
হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফওচি গত ডিসেম্বরে বলেন, ওমিক্রন রোধ করার জন্য নতুন করে বুস্টার ডোজ তৈরির প্রয়োজন নেই, বর্তমানে যে ধরনের বুস্টার ডোজ রয়েছে তা যথেষ্ট কার্যকর।
এদিকে, মর্ডানার প্রধান নির্বাহী স্টেফানি বানসেল সোমবার (১০ জানুয়ারি) বলেছেন, তার প্রতিষ্ঠান ওমিক্রনের সংক্রমণ রোধে নতুন একটি বুস্টার ডোজ নিয়ে কাজ করছে। শিগগিরই এর পরীক্ষা শুরু হবে।
সূত্র: সিএনবিসি ।
বিএসডি/ এলএল