নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের কাছে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করছে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন।
শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
লিফলেটে সবাইকে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইসরায়েলে পণ্য বর্জনের ব্যাপক প্রচারণা চলছে। এছাড়া ‘BoycottIsrael’ ও ‘MarchForGaza’ হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যাপক প্রচারণা চলছে। তরুণ-তরুণীরা এই প্রচারণায় অগ্রণী ভূমিকা রাখছে।
গাজায় চলমান মানবিক বিপর্যয় সম্পর্কে সচেতনতা তৈরি ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে লাখ-লাখ মানুষ। এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকায় সমবেত হয়েছেন। তাদের হাতে আছে ফিলিস্তিনের পতাকা, গলায় প্রতিবাদী স্লোগান— এক দৃপ্ত উচ্চারণে বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার বার্তা।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।