নিজস্ব প্রতিবেদক
নতুন বছর উপলক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নতুন বছরের জানুয়ারি মাসজুড়ে চলবে ‘তারুণ্যের উৎসব’। সারা দেশে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি পালিত হবে। মাসব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জাতীয় পিঠা উৎসব, লোকনাট্য উৎসবসহ বর্ণিল অনুষ্ঠানমালা। পূর্বের ধারাবাহিকতায় জানুয়ারি মাসজুড়ে চলবে এসব অনুষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ‘ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী’ চলবে ২০ জানুয়ারি পর্যন্ত এবং ‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ শিরোনামে মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিও চিত্র, কার্টুন প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। একাডেমির আয়োজনে ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমি প্রাঙ্গণে ‘জাতীয় পিঠা উৎসব’ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১ জানুয়ারি সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’-এর মাধ্যমে নতুন বছরের কর্মসূচি শুরু হবে। ১৪টি জেলায় জানুয়ারি মাসজুড়ে ৩ দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’ হবে। ‘শিল্পের পথচলায় বৈষম্যহীন নাট্যযাত্রা ২০২৪-২০২৫’ কর্মসূচির আওতায় জানুয়ারি মাসে কুমিল্লা, মুন্সিগঞ্জ, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও যশোরে নাটক মঞ্চায়িত হবে।
১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজিত হবে।
এছাড়া মাসব্যাপী আরো অনুষ্ঠানের আয়োজন রয়েছে।