খেলাধূলা প্রতিবেদক:
বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম খেলায় আজ মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮১ রানের বিশাল স্কোর গড়েছে ঢাকা। ৪১ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এছাড়া তামিম ইকবালও ৩৫ বলে ৪৬ রান করেছেন।
আগে ব্যাটিংয়ে নেমে ঢাকার শুরুটা ভালো হয়নি। দলীয় ৭ রানে মোহাম্মদ শাহজাদকে (৬) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান। ৪৮ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন তামিম ইকবাল আর ইমরান উজ্জামান। ১৪ বলে ১৫ করা ইমরানকে বোল্ড করেন বেদম মার খেয়ে ৩.৫ ওভারে ৪৬ রান দেওয়া করিম জানাত। উইকেটে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তামিমের সঙ্গে তার জুটি জমে উঠেছিল। তখনই ছন্দপতন।
তানভীর ইসলামের বলে করিম জানাতের তালুবন্দি হয়ে ফিরেন ৩৫ বলে ২ চার ৩ ছক্কায় ৪৬ রান করা তামিম। ভাঙে ৩০ রানের জুটি। এরপরের সময়টা যেন ‘মাহমুদউল্লাহ শো’। ৪১ বলে ৩ চার এবং ৪ ছক্কায় ৭০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ঢাকা অধিনায়ক। তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। আন্দ্রে রাসেল (৭), মোহাম্মদ নাঈম (১০) শুভাগত হোম (৯) কেউই ইনিংস বড় করতে পারেননি। ২* রানে অপরাজিত থাকেন মাশরাফি। নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮১ রান।
বিএসডি/ এলএল