নিজস্ব প্রতিবেদক,
নগরের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে করোনা রোগীদের জীবন রক্ষাকারী ৫ সেট বাইলেভেল পজেটিভ এয়ারওয়ে প্রেসার (বাইপেপ) মেশিন দিয়েছে সীকম গ্রুপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনা রোগীদের হাইফ্লো ন্যাজাল ক্যানোলার বিকল্প হিসেবে বাইপেপ মেশিন ব্যবহারে গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব মেশিন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।
এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক তাগিদ থেকে আইসোলেশন সেন্টারের জন্য কমিউনিটি সেন্টার ছেড়ে দিয়েছিলাম আমরা। পাশাপাশি বিভিন্ন হাসপাতালকে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দুস্থ-অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা। তারই ধারাবাহিকতায় এবার মা ও শিশু হাসপাতালে ৫ সেট বাইপেপ মেশিন দিয়েছি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সব মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছে। আশাকরি সবাই যদি স্বাস্থ্যবিধি মানেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে সচেষ্ট হয় তবে দেশের সব মানুষের জীবন ও জীবিকা দুটোই রক্ষা পাবে।
বিএসডি/আইপি