নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণে শুনানি পিছিয়েছে। রবিবার এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হোসেন মো. রেজা বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করেন।
গত ২৫ জানুয়ারি তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মোশাররফ হোসেন এর মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানির সময় মামলার বাদীর উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু বাদী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন না। তিনি শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে ২২ ফেব্রুয়ারি শুনানির সময় নির্ধারণ করেছেন’।
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এদিকে বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আলাদা দুটি আবেদন আদালতে দাখিল করেন। এর মধ্যে একটি বাবুলের জামিনের আবেদন। এ ছাড়া মোশাররফের মামলার ডকেট বাবুল আক্তারের দায়ের করা মামলার সঙ্গে সংযুক্ত করার যে আবেদন পিবিআই আদালতে দাখিল করেছে, সেটি নামঞ্জুরের জন্য আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।
শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘দ্বিতীয় মামলার ডকেট প্রথম মামলার সঙ্গে সংযুক্ত করা আইনগতভাবে বৈধ নয়। আমরা বিষয়টি উল্লেখ করে আদালতে আবেদন করেছি। আসামির জামিন প্রার্থনা করেছি। দ্বিতীয় মামলার বাদী মোশাররফ হোসেন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন মর্মে আদালতের কাছে সময় প্রার্থনা করেছেন। আদালত আমাদের দুটি আবেদন এবং গ্রহণযোগ্যতার শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করেছেন’।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম সড়কে শিশুপুত্রকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।