নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী বলেন, ‘মিথ্যাচার ছাড়া বিএনপির নেতারা আর কিছুই পারেন না। রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “অ্যাওয়ার্ড” পেয়েছেন বলে ফেসবুকে দেখা যায়। এ ছাড়া একে–অপরকে টপকাতে বিএনপির কেন্দ্রীয় বেশির ভাগ নেতাই মিথ্যাচার করেন।’
বিএনপির দুই-একজন নেতা নতুন নির্বাচন কমিশনকে ভালো ও নিরপেক্ষ বলায় দলটির মাথা আরও ঘুরে গেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এখন তারা ষড়যন্ত্রের জাল বুনছে। গুজব ও কুৎসা রটানোর চেষ্টা করছে। রাজনীতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব পড়ে। তাই, নেতা-কর্মীদের এ বিষয়ে সজাগ ও সক্রিয় থাকতে হবে।’
এ সময় সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃসময়ের ত্যাগী নেতা-কর্মীদের ক্ষমতায় আনা হবে। অর্থ দিয়ে রাজনীতি কেনা যাবে না। যাঁরা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছেন, তাঁদেরকেই ক্ষমতায় আনা হবে। তাঁদেরকেই নেতা হিসেবে নির্বাচন করা হবে।’
বিএসডি/ এফএস