নিজস্ব প্রতিবেদক
নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, মিথ্যা মামলা, গ্রেপ্তার, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলে অনুমোদন, বিশেষভাবে মা-বোনদের গ্রেপ্তার ও লাঞ্ছিত করা এই সরকারকে আগের মতো গণতন্ত্রের শত্রু ফ্যসিস্ট হিসেবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, সরকারের ভেতরে একটা চরমপন্থী গ্রুপের ক্ষমতার অপব্যবহার ও পুলিশের কিছু অতিচালাক অতিউৎসাহী বেপরোয়া উগ্রবাদী মানসিকতার কর্মকর্তা ইতোমধ্যেই এই সরকারকে জনরোষের মধ্যে ফেলেছে এবং প্রধান উপদেষ্টার ইমেজ মারাত্মক নষ্ট করেছে। অন্যায়-অবিচার, মিথ্যা মামলা ও গরীবের রুটি-রুজির ওপর জঘন্য অমানবিক আক্রমণাত্মক অবস্থানের কারণে জনগণের মধ্যে ঘৃণা ও ক্রোধ তৈরি হয়েছে। সরকার আসলে কে চালাচ্ছে তা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে।
মিথ্যা মামলা, অবৈধ গ্রেপ্তার, অন্যায় রিমান্ড, জেল-জুলুম, বাক স্বাধীনতা হরন, আমাদের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা ইত্যাদি করে মিথ্যাকেই রাষ্ট্রের ভিত্তি করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইমাম হায়াত বিবৃতিতে বলেন, আগের মতো দমন-পীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ও রাষ্ট্রকে একক গোষ্ঠীকরণের পরিণতি কখনোই ভালো হয় না, সফল হয় না। রাষ্ট্র ও সরকারের সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানাচ্ছি- এখনো সময় আছে গণতান্ত্রিক চরিত্র অনুসরণ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে ভবিষ্যৎ ইতিহাসে নিজেদের সন্মানিত ও অনুসরণীয় দৃষ্টান্ত করে রাখুন।