আন্তর্জাতিক ডেস্ক:
মিসরে লোহিত সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই নারী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন অস্ট্রিয়ার ৬৮ বছর বয়সি নারী এবং অন্যজন রোমানিয়ার মধ্য বয়সি এক নারী। সূত্র: খবর আরব নিউজের।
মিসরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপকূলীয় শহর হুরগাদার দক্ষিণে সাহল হাশেস এলাকায় এ ঘটনা ঘটেছে। লোহিত সাগরে সাঁতরানোর সময় ওই দুই নারী একটি হাঙরের আক্রমণের শিকার হন।
স্বামীর সঙ্গে ছুটি কাটাতে মিসরে গিয়ে অস্ট্রিয়ার ওই নারী প্রাণ হারিয়েছেন। তিনি অস্ট্রিয়ার টিরল অঞ্চলের বাসিন্দা। এদিকে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাদের একজন নাগরিকের মৃত্যুর কথা জানতে পেরেছেন তারা। মিসরের হুরগাদায় রোমানিয়ার ওই নারীর মৃত্যু হয়েছে।
লোহিত সাগর অঞ্চলের গভর্নর আমর হানাফি গত শুক্রবার তিন দিনের জন্য সমুদ্রসৈকতে মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন। সমুদ্রে একটি হাঙরের আক্রমণে অস্ট্রিয়ার একজন পর্যটকের বাঁহাত বিচ্ছিন্ন হওয়ার পরই এমন ঘোষণা দেন গভর্নর।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় একটি ভিডিও ফুটেজ শেয়ার হয়েছে। তাতে দেখা যাচ্ছে সমুদ্রে সাঁতার কাটছেন এমন একজন কূলে ওঠার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এর পরই দেখা যায়, সেখান সমুদ্রের পানি রক্তে লাল হয়ে গেছে।
লোহিত সাগর জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। কিন্তু কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সীমানার বাইরে নামলে হাঙরের আক্রমণ হয়। ২০১৮ সালে লোহিত সাগরের সৈকতে একটি হাঙরের আক্রমণে চেক প্রজাতন্ত্রের একজন পর্যটক প্রাণ হারান। ২০১৫ সালেও হাঙরের আক্রমণে প্রাণ যায় এক জার্মান পর্যটকের।
বিএসডি/ এমআর