আন্তর্জাতিক ডেস্ক:
মিশরে জঙ্গি হামলায় এক সেনা কর্মকর্তাসহ সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন। দেশটির সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর আরব নিউজ।
এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার পাম্পিং স্টেশনে জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। এ সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে এই হামলার বিস্তারিত তথ্য বা হামলার সুনির্দিষ্ট স্থানের কথা প্রকাশ করেনি সামরিক বাহিনী।
বিবৃতিতে আরো বলা হয়, জঙ্গিদের ধাওয়া করে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
শনিবারের হামলাটি মিশরীয় নিরাপত্তা বাহিনীর ওপর আসা ভয়াবহতম আক্রমণগুলো মধ্যে অন্যতম। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
জঙ্গি হামলায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং ‘সন্ত্রাসবাদকে নির্মূল করার’ প্রতিশ্রুতি দেন।
এর আগে গত সপ্তাহে সিনাইয়ের উত্তরাঞ্চলীয় শহর বির এল-আব্দ-এর একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে, কোনো জঙ্গি গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০১৩ সাল থেকে দায়েশ নেতৃত্বাধীন বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে মিশর। দেশটিতে বেশ কয়েকটি হামলা পরিচালনা করেছে এই জঙ্গি গোষ্ঠী। মূলত মিশরের নিরাপত্তা বাহিনী ও খ্রিস্টানদের লক্ষ্য করে এ হামলাগুলো সংঘটিত হয়েছিল।
বিএসডি/ এমআর