আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ামনারে শান জাতিগোষ্ঠীর তিন সাংবাদিক ও এক আত্মীয়কে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বিশ্ব মানবাধিকার দিবসে তাদের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়েছে।
যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন— কানবাওজা তাই নিউজের নারী বিষয়ক সম্পাদক নান নান তাই ও তার ভাই কো সাই সিথু, নারী প্রতিবেদক নান উইন ই এবং প্রকাশক কো তিন অং কিয়াউ।
শান রাজ্যের রাজধানী তৌংগি থেকে চলতি বছর ২৪ মার্চ তাদের গ্রেফতার করা হয়েছিল। এর পর থেকে তাদের রাজ্যের একটি কারাগারে রাখা হয়।
কানবাওজা তাই কর্তৃপক্ষ জানায়, বিশ্ব মানবাধিকার দিবসে ৫০৫ (এ) ধারায় আদালত এ চারজনকে সাজা দিয়েছেন।
সংবাদমাধ্যমটির এডিটর-ইন-চিফ কো জে তাই বলেন, আমাকে খুঁজে না পেয়ে কো সাই সিথুকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে অভিযুক্ত করা হয়েছে একজন সংবাদকর্মী হিসেবে।
‘জান্তা সরকার অন্যায়ভাবে মানুষদের ধরছে এবং সাজা দিচ্ছে। মানবাধিকার দিবসে সাংবাদিকদের সাজা দেওয়ার ঘটনায় স্পষ্ট হয় যে, তারা সংবাদমাধ্যমের গলা টিপে ধরতে কতটা তৎপর’, যোগ করেন জে তাই।
জে তাইয়ের বিরুদ্ধে ৫০৫ (এ) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আগেই।
রাজনৈতিক বন্দিদের সহায়তা করে এমন একটি সংস্থার তথ্যমতে, রাজ্যের আরও ছয় সাংবাদিক জেলে রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনী অভিযান চালানোর পর থেকে আত্মগোপনে রয়েছেন বহু সাংবাদিক।
১ ফেব্রুয়ারি দেশটিতে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এর পর থেকে সংবাদমাধ্যমগুলোকে দমনের জন্য অন্তত ২৬ জন সংবাদিককে জেলে পাঠানো হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনের সময় আহতও হয়েছেন সাংবাদিকরা।
সুত্র: দ্য ইরাওয়াদি
বিএসডি/এলএল